পবিত্র কুরআন শরীফকে বুঝতে হলে আপনাকে অবশ্যই আরবি গ্রামার সম্পর্কে জানতে হবে এবং ধারণা রাখতে হবে। পাশাপাশি যারা প্রবাসী হিসাবে আরব দেশগুলিতে কাজ করতে চান কিংবা রিসার্চ করতে চান তাদের ক্ষেত্রেও আরবি ভাষার গ্রামার শেখার প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে আরবি গ্রামার শেখার সহজ উপায় সম্পর্কে জানাটা জরুরি। আর এই ব্যাপারটিকে নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আর্টিকেল। সুতরাং কোনো তথ্য বা টিপস মিস করতে না চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
আরবি গ্রামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখুন
আরবি গ্রামার শেখার সহজ উপায় হিসাবে শুরুতে আপনাকে অবশ্যই আরবি গ্রামার সম্পর্কে জেনে নিতে হবে। নতুবা ব্যাপারটিকে যথেষ্ট কঠিনও মনে হতে পারে। যাইহোক, চলুন আরবি গ্রামারের এমনকিছু প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করা যাক, যা আরবি ভাষা শেখার মিশনটিকে সহজ করে দিতে পারবে।
যের-যবর-পেশ ইত্যাদি প্রয়োগের যে রীতি বা নিয়ম তা জানতে হলে অবশ্যই আপনাকে আরবি গ্রামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিতে হবে। আরবি ভাষার ব্যাকরণকে আরবিতে উলুম আল-লুগাহ আল-আরাবিয়াহ বলা হয়ে থাকে। এখানে মূলত বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় তথ্য উল্লেখ করা থাকে। যারা প্রাথমিকভাবে একেবারে শুরু থেকে আরবি ভাষা রপ্ত করতে চায় তাদের ক্ষেত্রে এই উলুম আল-লুগাহ আল-আরাবিয়াহ সম্পর্কে জ্ঞান রাখাটা জরুরি।
যেহেতু আরবি ভাষা একটি সেমেটিক ভাষা সেহেতু এর ব্যাকরণগত দিকটিও সেমেটিক ভাষার মতো। মোটকথা সেমিটিক ভাষার ব্যাকরণের সাথে এই আরবি ভাষার ব্যাকরণের প্রচুর মিল পাওয়া যায়। বলে রাখা ভালো শাস্ত্রীয় আরবী ব্যাকরণের দিকটিকে সকলের সুবিধার্থে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। যা আরবি ভাষার ব্যাকরণগত দিকের বিজ্ঞান সম্পর্কিত ৫ টি গুরুত্বপূর্ণ শাখাকে বোঝানো হয়ে থাকে।
আরবি ব্যাকরণের সাধারণ নিয়ম ফলো করুন
যারা আরবি গ্রামার শেখার সহজ উপায় খুঁজছেন তারা আরবি ব্যাকরণের সাধারণ নিয়ম দিয়ে শুরু করতে পারেন। মনে রাখবেন আরবি ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের থেকে আলাদা। এই আরবি ভাষার ব্যাকরণ আপনি ইংরেজিতে যে ব্যাকরণটি ব্যবহার করছেন তার চেয়ে অগত্যা কঠিন নয়। আবার সহজও নয়! বরং এর পরিবর্তে দুটো ভাষার ব্যাকরণই একেবারে ভিন্ন।
যেমন আরবিতে ইংরেজির চেয়ে বেশি সর্বনাম আছে। এছাড়াও জানিয়ে রাখা ভালো স্প্যানিশ বা জার্মানের মতো ইউরোপীয় ভাষার বিপরীতে, আরবিতে কোনো ধরণের ভদ্রতাসূচক শব্দ ব্যবহার করা হয় না। যেমন আপনি, তুমি, তুই! এসব শব্দের ব্যবহার নেই আরবি ব্যাকরণে। যদিও এদিক দিয়ে আরবি ভাষাকে কঠিন করে শেখার ব্যাপারটি কিছুটা হলেও কম মনে হবে।
আরবি ভাষায় আপনি যখন আবার ঠিক দুই ব্যক্তির কথা বলছেন তখন শ্রোতাদের কাছে “আপনি” এবং “তারা” শব্দ দুটির জন্য পৃথক শব্দ ব্যবহৃত হবে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, আরবি ভাষার ব্যাকরণের একটি মূল ধারণা হলো শব্দমূলের ধারণা। এর মানে হলো ব্যঞ্জনবর্ণের একটি সেটে একটি ধারণার শব্দার্থিক মূল নির্ধারণ করে থাকে। সেই মূলের চারপাশে স্বরবর্ণ এবং অতিরিক্ত ব্যঞ্জনবর্ণ যোগ করে তাকে বিভিন্ন শব্দের পরিণত করা হয়।
আরবি ব্যাকরণের “ক্রিয়াপদ” সম্পর্কে জানুন
সাধারণভাবেই আপনি যখন আরবীতে আপনার ধারনাগুলিকে একত্রিত করতে চাচ্ছেন, তখন তা করার জন্য আপনার বেশ কিছু ক্রিয়াপদের প্রয়োজন হবে। এক্ষেত্রে জানা থাকতে হবে আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ ক্রিয়াপদ সম্পর্কে। যদিও কোনো ক্রিয়াপদ ব্যবহার না করেই আরবি ভাষায় বাক্য তৈরি করা সম্ভব। তবে ক্রিয়াপদ্ধতি শেখা এবং আয়ত্ত করা যেকোনো ব্যাক্তির ক্ষেত্রেই আরবি ভাষার ব্যাকরণ শেখার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয়ে থাকে।
আরবি ভাষার ব্যাকরণের ক্রিয়াপদ অংশে হিব্রু ভাষার মতো অন্যান্য সেমিটিক ভাষা দ্বারা ভাগ করার বৈশিষ্ট্যটি থেকেই গেছে। আরবি ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ ব্যবহার করতে হলে অবশ্যই ব্যাকরণের কালের দিকে মনোযোগ দিতে হবে। তবে চিন্তার কিছু নেই। আরবি ভাষার এই কাল কিন্তু ইংরেজির তুলনায় অনেক সহজ। সাধারণভাবে আমরা ক্রিয়া বা ক্রিয়াপদকে প্রতিটি বাক্যের মাঝের দিকে গুরুত্বের সাথে নিই। তবে আরবির ক্ষেত্রে শুরুতেই এই ক্রিয়া এবং ক্রিয়াপদের ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে।
বাক্য গঠনের কাঠামোপদ্ধতি সম্পর্কে জানুন
বাক্য গঠনের কাঠামোপদ্ধতি সম্পর্কে জানুন। কারণ এই স্টেপটিকেও আরো একটি আরবি গ্রামার শেখার সহজ উপায় ধরা হয়ে থাকে। ক্রিয়া + কর্তা + কর্ম হলো আরবি বাক্য গঠনের কাঠামো পদ্ধতি। ইংরেজিতে আমরা যেটিকে বলি স্ট্রাকচার। তবে এই পদ্ধতিতে আরবি ভাষার যেকোনো বাক্যের ক্ষেত্রেই সাধারণত কর্তা একেবারেই ব্যবহার হয় না। তবে যদি স্পষ্টভাবে তা বসানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বসানো হয় বা ব্যবহার করা হয়।
আরবি ভাষার ব্যাকরণের ক্ষেত্রে বাক্য গঠনের আরো একটি কাঠামোপদ্ধতি রয়েছে এবং সেটি হলো কর্তা + ক্রিয়া + কর্ম। তবে এই পদ্ধতিটি খুব একটা ব্যবহৃত হয় না। যার কারণে এই পদ্ধতিটিকে অপ্রদান পদ্ধতি বলা হয়। সাধারণত বিশেষ্যবাচক বা নামবাচক বাক্যের ক্ষেত্রে এই পদ্ধতিটি বা স্ট্রাকচারটি ব্যবহৃত হয়ে থাকে।
বাক্যে ক্রিয়াপদের গুরুত্ব বুঝুন
আরবি গ্রামারের ক্ষেত্রে ক্রিয়াপদের গুরুত্ব সবচেয়ে বেশি। যা ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। সুতরাং যেহেতু প্রতিটি বাক্যেই ক্রিয়াপদ ব্যবহার করতে হবে সেহেতু শুরুতে ক্রিয়াপদের গুরুত্বপূর্ণ দিকগুলি রপ্ত করে নিতে পারেন। এতে করে আরবি গ্রামার শেখার সহজ উপায়গুলি আরো সহজ হয়ে যাবে।
ক্রিয়াপদের বিপরীতে আরবি ভাষার ব্যাকরণগত দিক দিয়ে সবচেয়ে গুরুত্বহীন অংশ হলো কর্তা। এই ব্যাপারটিকেও আপনার মাথায় রাখতে হবে। নতুবা এই নতুন বাক্য গঠনের ক্ষেত্রে কর্তার মতো অপ্রয়োজনীয় অংশগুলিতে ফোকাস করার কারণে প্রয়োজনীয় দিকগুলি ছুটে যেতে পারে। তবে কর্তার ব্যাপারটি অনুল্লেখযোগ্য অংশ হলেও কিছু কিছু ক্ষেত্রে একেবারে মাথায় না রাখলেই নয়।
আরবীতে সহজ বাক্য গঠনে মনোযোগ দিন
আরবি গ্রামার শেখার সহজ উপায় হিসাবে আরবিতে সহজ বাক্য গঠনে মনোযোগ দিতে পারেন। এতে করে গঠন করা বাক্যের ব্যাকরণগত দিকগুলি দ্রুত ক্যাচ করতে সুবিধা হবে। তবে সহজ কিংবা কঠিন বাক্য গঠনের মিশনে নামার আগে আরবি বিশেষ্য এবং ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি খানিকটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। যা আমরা উপরোক্ত আলোচনায় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।
যা বলছিলাম! আরবি ব্যাকরণের মৌলিক বিষয়গুলির সাথে পরিচিত হওয়ার একটি দারুণ সুযোগ হিসাবে কাজ করতে পারে এই সহজ বাক্য গঠনের বিষয়টি। কাজে আসতে পারে একটি মানসম্মত চিন্তার সম্পূর্ণ এনক্যাপসুলেশন থাকা বাক্যের ব্যাকরণগত দিকের সকল বিষয়গুলি বোঝার ক্ষেত্রে। মজার ব্যাপার হলো আসলে, বিভিন্ন বাক্য দিয়ে আরবি শেখা মানেই অনেকটা ধাঁধার খেলার মতো।
আরবি গ্রামার শেখার সহজ উপায় সম্পর্কিত বাড়তি টিপস
- আরবি গ্রামার শেখার সহজ উপায় হিসাবে শুরুতে বর্ণ পরিচিতে ফোকাস করতে পারেন
- বাক্য গঠনে গ্রামারে অতিরিক্ত ফোকাস না করে বাক্য গঠনে মনোযোগ দিন
- গ্রামার মিলিয়ে মিলিয়ে বাক্য গঠন না করে বাক্য গঠন করার পর গ্রামার মেলানোর চেষ্টা করুন
- চাইলে নিজেকে আরো ঝালাই করে নিতে শব্দভান্ডার সংগ্রহে মনোযোগ দিতে পারেন
- মুযাক্কার বা পুংলিঙ্গ, মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ সম্পর্কিত যে শব্দভান্ডার আছে, তার তালিকাটি নিয়মিত ৩/৪ বার করে পড়ে নিতে পারেন
- আদেশসূচক ক্রিয়া বা আমর এবং নিষেধসূচক ক্রিয়া বা নাহী নিয়ে সপ্তাহে ১ দিন রিসার্চ করতে পারেন
ইতি কথা
আশা করি আজকের আর্টিকেলটিতে শেয়ার করা আরবি গ্রামার শেখার সহজ উপায়গুলি আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। তবে উপায় বা বিভিন্ন টিপস ফলো করার পাশাপাশি নিজের লেগে থাকার মন-মানসিকতাকেও কাজে লাগাতে হবে। আরবি গ্রামার শেখার সহজ উপায় ফলো করে আপনার এই আরবি গ্রামার আয়ত্ত করে নেওয়ার মিশন শতভাগ সফল হোক। এই কামনা করে আজকের আর্টিকেলের ইতি টানছি। ভালো থাকুন এবং বিভিন্ন ভাষার উপর নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলুন।