জনপ্রিয় আরবি ভাষা শেখার বইঃ সৌদি আরবের ভাষা শেখার বই ডাউনলোড

আরবি ভাষা শেখার বই

আপনি কি খুব দ্রুত নিজের ফ্রি সময়ে আরবি ভাষা শিখতে চান? যদি শিখতে চান সেক্ষেত্রে আরবি ভাষা শেখার বইয়ের সাহায্য নিতে পারেন। বর্তমানে বাজারে বাংলা এবং ইংরেজি ভাষার উপর এমনকিছু আরবি ভাষা শেখার বই পাওয়া যায়, যেসব বই আরবি শেখার পুরো প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

কুরআনের শব্দাবলি (লেভেল – ১)

বাংলা আরবি ভাষা শেখার বই হিসাবে বর্তমান বাজারে সাড়া ফেলেছে এই কুরআনের শব্দাবলি (লেভেল – ১) বইটি। এটি লিখেছেন জোবায়ের আল মাহমুদ নামের একজন লেখক। বইটি আরবি ভাষা শেখার বই হিসাবে তৈরি করা হলেও প্লাস পয়েন্ট হিসাবে এতে পাচ্ছেন কুলআনের প্রায় ৮৫ ভাগ শব্দ সম্পর্কিত বিস্তারিত তথ্যের সন্ধান। 

কুরআনের শব্দাবলি (লেভেল – ১) বইটিতে যে শব্দ এবং অর্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই শব্দগুলি আয়ত্ত্ব করতে পারলে আরবি ভাষা শেখার ৯০% মিশন কমপ্লিট হয়ে যাবে। কারণ এতে থাকে শব্দাবলির সাহায্যে আপনি প্রায় টানা ২/৪ ঘন্টা আরবি ভাষায় কথা বলতে পারবেন। সুতরাং দেরি না করে আজই বইটি কিনে ফেলুন। ও হ্যাঁ! বইটি আপনি অফলাইন বুক শপ বা অনলাইন বুক শপ বিশেষ করে রকমারি থেকে কালেক্ট করে নিতে পারবেন। বইটির মূল্য মাত্র ১২০ টাকা। 

আরবি ভাষা লিখন পদ্ধতি

আরবি ভাষা লিখন পদ্ধতি নামের এই বইটি মূলত এমন একটি আরবি ভাষা শেখার বই যা ফলো করতে পারলে আরবি ভাষা শেখা, লেখা এবং বলতে পারা যথেষ্ট সহজ হয়ে যাবে। ডঃ মোহাম্মদ নজিবুর রহমানের লেখা এই বইটিতে আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থ্যাৎ আরবি ভাষার লিখন পদ্ধতিতে সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 

কথায় আছে, ১ বার লেখা ১০ বার পড়ার সমান। যেহেতু আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয়, সেহেতু প্রথম প্রথম এটি আয়ত্ত্ব করা কঠিন মনে হতে পারে। তবে প্রাথমিকভাবে যদি, লিখন পদ্ধতি দিয়ে মিশন শুরু করা যায় সেক্ষেত্রে পুরো ব্যাপারটিই সহজ মনে হতে পারে। আরবিতে বড় হাতের ও ছোট হাতের অক্ষর বলে কিছু না থাকলেও পেঁচিয়ে পেঁচিয়ে লেখার নিয়মগুলিকে যারা সহজভাবে শিখে নিতে চান তারা এই আরবি ভাষা লিখন পদ্ধতি” বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির বর্তমান বাজারমূল্য মাত্র ৪০ টাকা। 

আরবি ভাষা ও সাহিত‍্য শেখার কলাকৌশল

আরবি ভাষা ও সাহিত‍্য শেখার কলাকৌশল” বইটির নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটি একটি প্লাস পয়েন্টের সুযোগ নিশ্চিত করা বই। একইসাথে ভাষা এবং সাহিত্য সম্পর্কিত শেখার মিশনকে সহজ করবে এই বইটি। আমরা সকলেই জানি আরবি ভাষার সাহিত্য ঠিক কতটুকু শক্তিশালী ভুমিকা পালন করছে বিশ্ব সাহিত্যে! এই সাহিত্যকে পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং মানসম্মত সাহিত্যের অংশ হিসাবে ধরা হয়ে থাকে। 

সেদিক থেকে আরবি ভাষা শেখার বই হিসাবে চমৎকার এই সাহিত্য অংশের সাথে পরিচিত হতে পারার সুযোগ মোটেও হাতছাড়া করা উচিত নয়! আরবি ভাষা ও সাহিত‍্য শেখার কলাকৌশল” শীর্ষক বইটি রচনা করেছেন মাওলানা মুহাম্মাদ আবদুল আউয়াল নামের একজন রচয়িতা। তবে এটি বই না বলে কিতাব বলাটাই যৌক্তিক পয়েন্ট হবে। বইটি বাংলাভাষীদের উদ্দেশ্যেই লেখা হয়েছে। যাতে করে বাংলাভাষীরা সহজে আরবি ভাষা শেখার সুযোগ পায় এবং আরবি সাহিত্যের সাথে বাংলা ভাষার সাহায্যে সহজেই পরিচিত হতে পারে। বইটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ৩২০ টাকা। 

আধুনিক আরবী ভাষা শিক্ষা

আরবি ভাষা শেখার বই হিসাবে আরো একটি জনপ্রিয় বই নিয়ে এবারে আলোচনা করা যাক। বলছিলাম আধুনিক আরবী ভাষা শিক্ষা” বইয়ের কথা। এই বইটি মওলানা আব্দুল কাদেরের লেখা বেশ জনপ্রিয় এবং কার্যকর একটি বই। যা ফলো করে অনেকেই আরবি ভাষাকে দ্রুত ক্যাচ করতে সক্ষম হয়েছে। বর্তমান বাজারমূল্য হিসাবে বইটির দাম হলো মাত্র ১০০ টাকা। 

এই আরবি ভাষা শেখার বইটিতে পবিত্র কোরআন শরীফকে অনুসরণ ও অনুকরণ করে সাজানো গাইডলাইন। যা সঠিক পদ্ধতি আপনাকে আরবি ভাষা রপ্ত করতে সাহায্য করবে। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে চাকরীজীবি, বসবাসকারী ও পবিত্র হজ্ব পালনকারী হিসাবে আরবি ভাষা শেখার বিষয়টিকে নিয়ে চিন্তায় আছে, তাদের ক্ষেত্রে এই বইটি হয়ে উঠতে পারফেক্ট সমাধান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই বইটি সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবী, বাহরাইন, ইরাক, মিশর, জর্ডান, ইয়েমেন, আরব-আমিরাতসহ বিভিন্ন দেশে প্রচলিত আরবি ভাষা শিক্ষণ-ব্যবস্থা নিয়ে সাজানো হয়েছে। যাইহোক! বইটি সংগ্রহ করে নিতে আজই কোনো অনলাইন বা অফলাইন বুক শপে যোগাযোগ করুন। 

এসো আরবিতে কথা বলি

আপনি আরবি ভাষা অনর্গল কথা বলতে চান? আরবি স্পোকেন স্কিল বাড়াতে চান? সেক্ষেত্রে আরবি ভাষা শেখার বই হিসাবে “এসো আরবিতে কথা বলি” শিরোনামের বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটির দাম মাত্র ৩০০ টাকা এবং বইটির পেইজের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে বলবো এটি ১৬০ পৃষ্ঠার একটি বই। 

বাংলা ভাষায় আরবি ভাষা শেখার পদ্ধতি নিয়ে বইটি সাজানো হয়েছে। এখানে আপনি রান্নাঘরে আরবি ভাষায় কথোপকথন, টিচারের সাথে আরবিতে কথোপকথন, বন্ধুদের সাথে আরবিতে কথা বলার নিয়ম…সবকিছুই একসাথে পাবেন। মূলত একজন আরবিয়ান হিসাবে কোন মুহুর্তে কিভাবে আরবিতে কথা বলতে হবে…তা নিশ্চিত করতেই কাজে আসবে এই বইটি। তাছাড়া সবকিছু যেহেতু বাংলাতে সহজভাবে লিখিত অবস্থায় আছে সেহেতু রাইটিং স্কিলটাও উন্নত করার চেষ্টা করা যাবে এই বইটির সাহায্যে। 

কুরআনের শব্দাবলি (লেভেল ০২): আরবি ভাষা শেখার বই

এবার চলুন আরো একটি আরবি ভাষা শেখার বই নিয়ে আলোচনা করা যাক, যে বইটি মূলত কুরআনে থাকা বিভিন্ন আরবি শব্দের অর্থ এবং ব্যাখ্যা নিয়ে সাজানো হয়েছে। এখানে বলে রাখা ভালো কুরআনের শব্দাবলি (লেভেল ০২) বইটি মূলত কুরআনের শব্দাবলি (লেভেল ০১) এর ২য় অংশ। এতে কুরআনে থাকা প্রায় ৭,৫০০ শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। 

বলে রাখা ভালো এই আরবি ভাষা শেখার বইটিতে যেসব শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে সে-সব শব্দে যদি আপনি ভালোমতো ফোকাস করতে পারেন সেক্ষেত্রে আরবি ভাষার অধিকাংশ অংশই আপনার আয়ত্ত্বে চলে আসবে৷ বইটি লিখেছেন জোবায়ের আর মাহমুদ। বইটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ১৫০ টাকা৷ বইটির সূচিপত্র মূলত সাজানো হয়েছে ৩ টি অংশ। যদিও শুরুতে বইটির ভুমিকা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আরবি ভাষার ক্রিয়াপদের অর্থ, ক্রিয়াপদের রূপান্তর এবং অ-ক্রিয়াপদের বিভিন্ন অংশ খুব ভালোভাবে উঠে এসেছে এই বইটিতে। শুরুতে শব্দের সিরিয়াল নাম্বার, এরপর আরবি নির্দিষ্ট শব্দটি, উচ্চারণ, অর্থ এবং সবশেষে কুরআনের কত নাম্বার আয়াতে শব্দটি এসেছে তা সিরিয়ালি বোঝানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, আরবি ভাষার বই হিসাবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে এই বইটি কতটা গ্রহণযোগ্যতার দাবিদার! 

২৫ দিনে সহজ উপায়ে সৌদি ভাষা শিক্ষা

সৌদি আরবের ভাষা রপ্ত করার ক্ষেত্রে আপনি চাইলে এই ২৫ দিনে সহজ উপায়ে সৌদি ভাষা শিক্ষা বইয়ের সাহায্য নিতে পারেন। বইটি বর্তমানে ফ্রিতেই পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে। এই সৌদি আরবের ভাষা শেখার বই ডাউনলোড করতে হলে প্রয়োজন পড়বে মাত্র ১০ এমবি’র! 

বইটিতে রয়েছে ১১৫ পৃষ্ঠা! যাতে সৌদি আরবের ভাষা শেখা, বোঝা এবং জানার ব্যাপারগুলি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সকলের সুবিধার্থে বইটি সাজানোর ক্ষেত্রে বইটিতে ব্যবহার করা হয়েছে সৌদি, বাংলা, ইংরেজি ভাষা। সুতরাং আরবি ভাষা রপ্ত করার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি অর্থ বা সিনোনিমগুলি আপনাকে যথেষ্ট উপকৃত করবে। বইটির শিরোনাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন…এতে ২৫ দিনের গাইডলাইন ভিত্তিক আলোচনা এবং পর্যালোচনা তুলে ধরা হয়েছে। আশা করি নিয়মিত এক একটি অনুশীলন শেষ করতে পারলে খুব দ্রুত সৌদি আরবে ভাষা রপ্ত করতে সক্ষম হবেন৷

প্রবাসী আরবি ভাষা শিক্ষা বই

সৌদি আরবের ভাষা শেখার বই ডাউনলোড সম্পর্কিত আর্টিকেলের এই অংশে চলুন প্রবাসীদের উপযুক্ত একটি বই নিয়ে আলোচনা করা যাক। অনেকেই নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে সৌদি আরবে পাড়ি জমাতে চান। এক্ষেত্রে অবশ্যই সেই দেশে যাওয়ার পূর্বে কাজ এবং ভাষা শেখাটা জরুরি হয়ে পড়ে। তাড়াহুড়োর চাপে হয়তো কোনো কোর্সে জয়েন হওয়া সম্ভব হয়ে উঠে না! আবার হার্ডকপির বই কালেক্ট করে চর্চা করার মন-মানসিকতাও থাকে না! 

এক্ষেত্রে হাতের কাছে থাকা স্মার্টফোনকে কাজে লাগাতে পারেন। “প্রবাসী আরবি ভাষা শিক্ষা বই” টি সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারেন৷ এই বইটি তাদের জন্যই, যারা বাংলা ভাষার সাহায্যে আরবি ভাষা রপ্ত করার মাধ্যম খুঁজছেন! বলে রাখা ভালো এই বইয়ের একটি অ্যাপ-ভার্সনও রয়েছে। যারা এই অ্যাপটি ডাউনলোড করতে চান তারা সরাসরি গুগল প্লে স্টোরে প্রবেশ টাইপ করুন “প্রবাসী আরবি ভাষা শিক্ষা বই”! আশা করি পেয়ে যাবেন। এই বইয়ের অ্যাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এর অডিও ভার্সন। যা আপনাকে ব্যস্ত তবে মনোযোগের দিক দিয়ে ফ্রি থাকা সময়কে কাজে লাগাতে সাহায্য করবে। 

এসো আরবি শিখি

আপনি কি সহজে শেখা যায় এমন কোনো সৌদি আরবের ভাষা শেখার বই ডাউনলোড করতে চান? এক্ষেত্রে এসো আরবি শিখি” বইটি ট্রাই করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো এটি কিন্তু কোনো রাইটারের লেখা বই না। এটি একটি পাবলিশার সেন্টার থেকে প্রকাশ করা বই। এটি পাবলিশ করা হয়েছে মাদানী নেসাব প্রকাশনী নামক একটি প্রকাশনা থেকে। যে প্রকাশনা কোম্পানি থেকেই এটি প্রকাশিত হোক না কেনো, এতে কিন্তু আরবি ভাষা শেখার সঠিক এবং সম্পূর্ণ দিকনির্দেশনা স্পষ্টভাবে সাজানো রয়েছে। ফলে আগ্রহী বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে যথেষ্ট উপকৃত হতে পারেন৷ 

যাইহোক! আপনি যদি বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ১০ এমবির মতো খরচ করতে হবে। যদিও খরচের দিক থেকে বইটি যথেষ্ট মানসম্মত এবং কার্যকর ভুমিকা পালনে যথেষ্ট। বইটি একটি প্রকাশনী কোম্পানি থেকে বের হলেও বইটি সম্পাদনা বা এডিটিংয়ের কাজ করেছেন আবু তাহের মিছবাহ্। বইটির পৃষ্ঠাসংখ্যা প্রায় ৪৪৬ টির মতো। সুতরাং বুঝতেই পারছেন…এই বইটিতে একসাথে আপনি অনেক তথ্য পাবেন৷ যা আপনার আরবি ভাষা শেখার মিশনে সহায়ক ভুমিকা পালন করবে। 

আরবি ভাষা শেখার বই পড়ার আগে

বিভিন্ন আরবি ভাষা শেখার বই সম্পর্কে তো জানলেন! এবার চলুন এসব বইয়ের ভেতরকার অংশগুলিকে দ্রুত ক্যাচ করার বেশকিছু সহকারী টিপস সম্পর্কে আলোচনা করা যাক:

  • শুরুতে পুরো বইটি একবার রিডিং পড়ে ফেলুন
  • গুরুত্বপূর্ণ অংশগুলি নোটস করে ফেলুন
  • কম সময় নিলেও নিয়মিত পড়ুন
  • যে অংশটি পড়বেন তা নিয়ে ভালোভাবে চর্চায় থাকুন
  • কঠিন শব্দগুলির লিষ্ট করে চোখে পড়ার মতো স্থানে টাঙিয়ে দিন
  • যাতায়াতের সময় কিংবা ফ্রি সময়ে বিভিন্ন শব্দের সাহায্য নিজের সাথে নিজে কথা বলুন

ইতি কথা

আশা করি আজকে আলোচিত আরবি ভাষা শেখার বইগুলোর যেকোনো একটি বা তারও বেশি বই আপনাকে যথেষ্ট উপকৃত করবে। প্রতিটি বই’ই অনলাইন শপে বা অফলাইন বুক শপে পাওয়া যাবে। তবুও যদি খুঁজে পেতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে গুগলিং করে শপ বের করে কিনে নিতে পারেন। আরবি ভাষা এই কার্যক্রমটুকু শতভাগ সফল হোক। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *