বিভিন্ন বিদেশী শব্দ রিসার্চ করতে গিয়ে হয়তো লক্ষ্য করেছেন, এসব শব্দের এক-তৃতীয়াংশই তৈরি হয়েছে ইতালি এবং রোমান ভাষার সমন্বয়ে! চলুন তবে আজ এই সমন্বয়কারী ভাষা দু’টোর যেকোনো একটি নিয়ে আলোচনা করা যাক। জেনে নেওয়া যাক ভাষার ইতিহাস এবং এই সম্পর্কিত অন্যান্য তথ্য।
ইতালি ভাষার সঠিক পরিচিতি
শুরুতেই বলে রাখি ইতালীয় উপদ্বীপে, দক্ষিণ সুইজারল্যান্ড, সান মারিনো, সিসিলি, কর্সিকা, উত্তর সার্ডিনিয়া এবং অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর-পূর্ব তীরে, পাশাপাশি উত্তর ও দক্ষিণ আমেরিকাতে চলে এই ইতালি ভাষার রাজত্বি। আর যদি প্রাচীন পরিচিতি সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে বলবো এটি মূলত ইন্দো-ইউরোপীয় পরিবারের ইতালিক সাব-ফ্যামিলির রোমান্স গ্রুপের সদস্য। যার বয়স খুব একটা কম নয় বৈকি! বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
ইতালি ভাষার ইতিহাস
ইতালীয়দের বিবর্তন ঘটাকালাীন সময়ে অনেক উপভাষা উত্থিত হয়েছিল, এবং পরবর্তীতে এসব ভাষা নিয়ে চলেছিলো যথেষ্ট মাতামাতি। তবে কালক্রমে তা পরিবর্তিত হতে হতে জন্ম নিয়েছে আমাদের আলোচিত আজকের এই আধুনিক ইতালিয় ভাষা।
একেবারে গোড়া থেকে আলোচনা করা যাক। ইতালিতে মূলত ১৪ শতকের সময়, তুসকান উপভাষা আধিপত্য শুরু করে। দেশটির টাস্কানির কেন্দ্রীয় অবস্থান এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ফ্লোরেন্সের আগ্রাসী বাণিজ্যের কারণে এই তুসকান উপভাষা অনেকাংশে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। যদিও বিষয়টিকে জনপ্রিয়তা না বলে প্রয়োজনের খোরাগও বলা যেতে পারে।
ইতালি ভাষার ইতিহাসে বেশকিছু লেখকের অবদান
যাইহোক! এবার চলুন আলোচনা করা যাক এই ইতালি ভাষা সৃষ্টিতে বা তা ছড়িয়ে দিতে অবদান রাখা বেশকিছু ইতালিয়ান লেখক সম্পর্কে এবং তাদের কার্যক্রম সম্পর্কে। শুরুতে আলোচনা করবো ব্রুনেত্তো লাতিনি সম্পর্কে। সংগত কারণে এই লেখক প্যারিসে বেশকিছু বছর ধরে নির্বাসিত থেকেছেন। মূলত এই সময়টাতে লাতিনি ইতালি ভাষায় ফোকাস করেন সবচেয়ে বেশি। রচনা করেন ট্র্যাসর (ফরাসি ভাষায়) এবং তেসোরেত্তো (ইতালীয় ভাষায়) নামের বই। এসব লেখা তাকে সেসময়কার ইতালিয়ান ভাষায় রূপক ও শিক্ষামূলক কবিতার বিকাশে অবদান রাখতে সাহায্য করেছে।
ডলস স্টিল নুভো! এটি মূলত একটি রাইটার টিম। এই দলটিও ইতালি ভাষার ইতিহাস ছড়িয়ে দিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। এই দলটি তাদের লেখায় বিভিন্নভাবে নিজেদের পরিচয় হিসাবে তাদের নিজেদেরকে সিসিলিয়ান স্কুল অফ ফেদেরিকো রাজত্বের সদস্য বলে তুলে ধরেছেন।
ইতালি ভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফ্রান্সেস্কো পেট্রারকা সম্পর্কে আলোচনা করবো না… তা কি হয়! বলছিলাম ফ্রান্সেস্কো পেট্রারকার কথা। তিনি মূলত আরেজোতে জন্মগ্রহণ করেছিলেন। মতবাদের দিক দিয়ে তিনি ছিলেন প্রাচীন রোমান সভ্যতার অনুরাগী। সেভ সাথে তিনি মহান প্রারম্ভিক রেনেসাঁ মানবতাবাদীদেরও একজন ছিলেন। সে-সময়ে তিনি একটি রিপাবলিক অফ লেটার তৈরি করেছিলেন। যা তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কাজ করেছিলো। যাইহোক! এ-কথা ঠিক যে পেট্রার্কের প্রেমের কবিতায় আজো ইতালীয়ান ভাষা জ্বলজ্বল করছে।
ইতালি ভাষার ইতিহাসে প্রথম ব্যাকরণ বই
ব্যাকরণ বই হলো প্রতিটি ভাষা সম্পর্কে ভালোভাবে জানার এবং তা শুদ্ধরূপে ব্যবহার করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। তবে কেমন ছিলো ইতালি ভাষার ইতিহাসে এই গুরুত্বপূর্ণ উপায়টির পরিস্থিতি? চলুন তবে এই অংশে ব্যাকরণের ইতিহাস নিয়ে আলোচনা করা যাক।
ইতালি ভাষার ইতিহাসে প্রথম ব্যাকরণ বই রচিত হয় মূলত ১৫৮৩ সালের দিকে৷ সেসময় ইতালীয় ভাষাগত বিষয়ে ইতালীয়দের দ্বারা প্রামাণিক বিষয় হিসাবে গৃহীত হয়েছিল এসব বই। যা কিনা ফ্লোরেন্সের আদলে তৈরি হয়। পরবর্তীতে ইটালী ভাষাগত নিয়ম প্রতিষ্ঠার এবং ভাষার কোডিফাই করার এই প্রয়াস চলতে থাকে কালান্তর ধরে৷ যদিও শুরুতে ব্যাকরণের দিক দিয়ে গুরুত্ব দেওয়া হয় তুসকান উপভাষাকে। পরবর্তীতে সেই তুসকান উপভাষা থেকে জন্ম নেয় আজকের আধুনিক ইতালীয় ভাষা৷
মোটকথা তুসকান উপভাষার উচ্চারণ, বাক্য গঠন এবং শব্দভাণ্ডারকে একটি কেন্দ্রীয় এবং ধ্রুপদী ইতালীয় ভাষায় মর্যাদা দেওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করে এই পুরোনো ইতালীয় ভাষার ব্যাকরণ চর্চা।
আধুনিক ইতালি ভাষার ইতিহাস
আধুনিক ইতালি ভাষা একইসাথে জনপ্রিয় এবং ছড়িয়ে পড়তে শুরু করে মূলত ১৯ শতকের দিকে। তখনকার টাস্কানদের এই ভাষা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলের মানুষও পছন্দ করতে শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন শব্দ পরিবর্তিত হতে হতে সৃষ্টি হয় আজকের এই আধুনিক ইতালি ভাষা। এমনকি এর পূর্বে ১৮০০ সালের মাঝামাঝি সময়ে ইতালির একীকরণ দেশটির শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলেনি! সেই সাথে প্রভাব ফেলেছে দেশটির ভাষার উপর।
আর এই পরিবর্তিত ভাষা আবার প্রভাব ফেলে সে-সময়কার দেশটির সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রূপান্তরের উপর। সেই সাথে দেশটির বাধ্যতামূলক শিক্ষার হারের পাশাপাশি, সাক্ষরতার হার বৃদ্ধি পায় এবং দেশটির অনেকেই জাতীয় ভাষার পক্ষে তাদের স্থানীয় উপভাষা ত্যাগ করে ইতালিয় ভাষার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে। আজকের আধুনিক ইতালিয় ভাষা কিন্তু এসব দেশপ্রেমিকদের কাছে সবসময় ঋণী থাকবে।
ইতালিয়ান ভাষার ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আপনি হয়তো জেনে অবাক হবেন আজকের এই জনপ্রিয় ইতালিয় ভাষা এসেছে মূলত “অশ্লীল” ল্যাটিন থেকে। যা একসময় প্রাচীন রোমের সাধারণ এবং কম শিক্ষিত নাগরিকদের মধ্যে কথ্য ভাষা হিসাবে প্রচলিত ছিলো। আর যদি সে-সময় এই ভাষার প্রয়োজনীয়তা বা ব্যবহার সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে বলবো সে-সময় এই ভাষা দেশটির সাহিত্যিক এবং ধর্মীয় পরিসরে ব্যবহৃত হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো ইতালিয় ভাষা লক্ষ্য করলে এখনো আপনি ২০০০ বছরের পুরনো এবং অপরিবর্তনীয় বেশকিছু শব্দ পাবেন এবং এসব শব্দের সংখ্যা বা পরিমাণ নেহায়েত কম নয়।
যারা ভাবছেন ইতালিয় ভাষা জনপ্রিয় হবার পেছনের এর নিজস্ব গুরুত্বই সবচেয়ে বেশি ভুমিকা পালন করেছে তারা কিন্তু আংশিক তথ্যেই সীমাবদ্ধ আছেন। মূল ব্যাপারটি ছিলো, শুরুতে প্রাচীন রোমানদের বিজয়ের ফলে এবং তাদের সাম্রাজ্যের বিস্তারের ফলে ল্যাটিন ভাষার ব্যবহার ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে সেই ল্যাটিন থেকেই জন্ম নেই আজকের এই ইতালিয় সমৃদ্ধ এবং জনপ্রিয় ভাষা।
আপনি কি জানতেন, রোমান সাম্রাজ্যের পতনের পর, ইতালিয় ভাষার প্রাথমিক বিকাশ পরবর্তীতে একাধিক আঞ্চলিক উপভাষার রূপ নেয়? যেহেতু ইতালিয় উপদ্বীপের মধ্যে জনসংখ্যার পরিমাণ ছিলো অল্প এবং সেখানকার আন্দোলন, যুদ্ধবিগ্রহ ছিলো পরিমাণে অনেক কম, সেহেতু অঞ্চলগুলিতে বহু শতাব্দী ধরে এই উপভাষাগুলি তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সক্ষম হয়েছিলো! যার ফলে সময়ের পরিক্রমায় হারিয়ে যায়নি বৃদ্ধ বা পরিপক্ক এই ইতালিয় ভাষা। দান্তে, পেট্রারকা এবং বোকাচ্চিওর মতো লেখকদের হাত ধরে এবং সাধারণ জনগণের সহায়তায় বহু বছর ধরে বাঁচতে সক্ষম হচ্ছে ঐতিহাসিক এই ভাষা।
ইতালিয় ভাষার ইতিহাসের তাৎপর্য
ইতালিয় ভাষার ইতিহাস সমৃদ্ধ ছিলো বলেই, বর্তমানে ৫৬ মিলিয়নেরও বেশি মানুষ ইতালিয় ভাষায় কথা বলছে এবং এই ভাষার চর্চা করছে। যদিও ভৌগোলিক পরিমণ্ডলের কারণে একই ভাষার বিভিন্ন শব্দকে অনেকেঢ ভিন্নভাবে উচ্চারণ ব্যবহার করে আসছে এবং এখনো করছে। তবে স্ট্যান্ডার্ড ইতালিয় ভাষায় এই ভিন্নতাটুকু নেই। যদিও এই ভিন্নতা আছে বলেই মুখের কথার সাহায্যেই বলে দেওয়া যায় ব্যাক্তিটি ইতালির ঠিক কোন অঞ্চল থেকে এসেছে। ঠিক আমাদের দেশের উপভাষাগুলির মতো।
ইতি কথা
চেষ্টা করেছি ইতালিয় ভাষার ইতিহাসসহ সম্পর্কিত অন্যান্য সকল তথ্য একসাথে তুলে ধরার। আশা করি সকল তথ্য একসাথে থাকায় আপনাদেরও বেশ সুবিধা হবে। যারা ইতালিতে পড়াশোনা বা কাজ করতে চান, তাদের উচিত ভাষা শিখে নিজেকে প্রস্তুত করে নেওয়া। এক্ষেত্রে নতুন কোনো ভাষা শেখার পূর্বে সেই ভাষার ইতিহাস সম্পর্কে জেনে নিতে পারেন। এতে করে শেখাটা সহজ হবে এবং প্রচুর আগ্রহও কাজ করবে। সেদিকটা বিবেচনায় রেখেই আমাদের আজকের আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। আশা করি উপকৃত হবেন। আর হ্যাঁ! যারা ইতালি ভাষা শিখতে চান, এই ভাষা সম্পর্কে আরো তথ্য জানতে চান, এই ভাষা শেখার মাধ্যমগুলি সম্পর্কে জানতে চান তারা আমাদের এই ওয়েবসাইটে চোখ রাখুন। ধীরে ধীরে সকল পর্ব প্রকাশ করা হবে। সে-পর্যন্ত ভালো থাকুন!