পৃথিবীর অন্যতম সুন্দর এবং উন্নত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রভূত দেশ ইতালি। ইতালির সকল বিষয়বস্তুর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি অংশ ইতালিয়ান ভাষা- শুনুন ইতালিয়ানো বা লিঙ্গুয়া ইতালিয়ানা (lingua italiana)। ইতালি ভাষা শেখার উপায় হিসেবে বেশ কিছু সহজ ও কার্যকর উপায়, আকর্ষণীয় টিপস এন্ড ট্রিকস সম্পর্কিত সামগ্রিক ধারণা রয়েছে। যেগুলো জানা থাকলে খুব সহজেই আপনিও শিখে ফেলতে পারেন ইতালি ভাষা। তাই, পৃথিবীর অন্যতম চাহিদা সম্পন্ন দেশের ভাষা শেখার বিস্তারিত তথ্য নিয়েই আজকের আলোচনা।
ইতালি ভাষা শেখার গুরুত্ব
ইতালি ভ্রমণের জন্য, স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য, ইতালিতে ওয়ার্ক ভিসায় গেলে, ইতালিয়ানদের সাথে ভাব বিনিময় ও যোগাযোগ করতে ইতালি ভাষা শিক্ষার বিকল্প নেই। এছাড়াও, সমগ্র পৃথিবীজুড়ে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষ ইতালি ভাষায় কথা বলে। ইতালির এই ভিষাটি একটি রোমান্স ভাষা। এটি ইতালি, সুইজারল্যান্ড, সান মারিনো ও ভ্যাটিকান সিটির সরকারি ভাষা। তাই, ইতালি ভাষা শেখার উপায় অনুশীলন করে আপনিও শিখে ফেলতে পারেন লিঙ্গুয়া ইতালিয়ানা (lingua italiana)।
ইতালি ভাষা শিক্ষা
বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিঙ্গুয়া ইতালিয়ানা বা ইতালি ভাষা শেখার উপায় রয়েছে অনেক। ইতালি ভাষা শিক্ষা বই, বিভিন্ন অনলাইন কোর্স, ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি কোর্স, মোবাইল অ্যাপস ব্যবহার করেও ইতালি ভাষা শিখতে পারবেন। ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথমেই সেই ভাষার নিত্য প্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহার্য শব্দগুলো আয়ত্তে আনতে হবে। যেমন-
- আহ্বান (কারো সাথে কথা বলা শুরু করা) বা বিদায় জানানো
- অন্যের কাছে নিজেকে পরিচিত করা
- ঠিকানা বলা
- প্রয়োজনীয় বিষয় জিজ্ঞাসা করা
- বিভিন্ন সাইনবোর্ড পড়তে পারা
- রেস্টুরেন্টের সহজ মেন্যু পড়তে পারা।
- সময় জিজ্ঞাসা ও বলা
- পছন্দ ও অপছন্দ প্রকাশ করা
- দৈনন্দিন প্রয়োজনীয় কথাবার্তা
- ইতালীয় বর্ণমালা সম্পর্কে ধারনা
- ইতালি ভাষায় সংখ্যা 1-100 পর্যন্ত বলতে পারা।
- সপ্তাহের দিনগুলোর নাম জানা।
ইত্যাদি নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আয়ত্তে আনতে পারলে ইতালি ভাষা শেখার উপায় গুলো সহজেই বাস্তবিক প্রয়োজনে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি ইতালি ভাষা শিখতে পারবেন।
ইতালি ভাষার বর্ণমালা (I’ alphabeto)
যেকোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায় হলো সে ভাষার বর্ণমালা গুলো শিখা। বর্ণমালার অক্ষরগুলো বলতে ও লিখতে পারলে সে ভাষার শব্দ ভান্ডার আয়ত্ত করা সহজ হয়ে উঠে।
ইংরেজি ভাষার বর্ণমালায় ২৬ টি অক্ষর থাকলেও ইতালিয়ান ভাষার বর্ণমালায় মোট ২১টি অক্ষর রয়েছে। এই ভাষায় অক্ষর ও শব্দসমূহের ব্যবহার ইংরেজি ভাষার মতো হলেও অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যায়। ইংরেজি বর্ণমালার J,K,W,X,Y- এই পাঁচটি অক্ষর ইটালিয়ান বর্ণমালায় নেই। তবে বিদেশী শব্দ উচ্চারণের ক্ষেত্রে মাঝে মাঝে এই অক্ষরগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়। ইতালি ভাষা শেখার উপায় অনুযায়ী ইতালিয়ান বর্ণমালার অক্ষরগুলোর ইংরেজি ও ইতালীয় উচ্চারণ নিম্নে দেখানো হলো:
A- AHH (আ)
B- BEE (বি)
C- CHI (চি)
D- DEE (দি)
E- AY (এ)
F- EFFE (এফফে)
G- GI (জি)
H- AKKA (আক্কা)
I- EE (ই)
J- JE or ILUNGA (জে, ইলুঙ্গা)
K- KAPPA (কাপ্পা)
L- ELLE (এললে)
M- EMME (এমমে)
N- ENNE (এননে)
O- OO (অ)
P- PE (পি)
Q- KU (কু)
R- ERRE (এররে)
S- ESSE (এসসে)
T- TEE (তি)
U- UU (উ)
V- VU (ভু)
W- DOPPIA VU (দপপিআভু)
X- IKS (ইকস)
Y- IPSILON (ইপসিলন)
Z- ZETA (জেতা)
উপরোক্ত ইতালি বর্ণমালার অক্ষর সমূহ সম্পূর্ণভাবে শিখে বিভিন্ন ইতালিয়ান শব্দে প্রয়োগ করার চেষ্টা করতে হবে।
ইতালি ভাষা শিক্ষা বই
ইতালি ভাষা শেখার উপায় গুলোর মধ্যে অন্যতম কার্যকরী একটি উপায় হলো ইতালি ভাষা শিক্ষা বই। বিশ্বব্যাপী বিভিন্ন বিখ্যাত লেখকদের তথ্যগত, ভাবগত, অনুশীলনমূলক ও বাস্তবিকভাবে কার্যকরী নানা বই থেকে ইতালি ভাষা শিখতে পারবেন। ইতালি ভাষা শিক্ষার বেশ কিছু বিখ্যাত বই রয়েছে। তন্মধ্যে কয়েকটি হলো:-
- প্রফেসর মাহিনূর সুলতানা- এর লেখা, “৩০ দিনে শিখুন আধুনিক পদ্ধতিতে ইতালিয়ান ভাষা” বই।
- এম. কে. মাহমুদ- এর লেখা, ইতালিয়ান স্পিকিং কোর্স (Italian Speaking Course) এর “ইতালিয়ান ভাষা শিক্ষা” বই।
- এম. আর. এম. চৌধুরী- এর লেখা, “সহজ ইতালিয়ান ভাষা শিক্ষা” বই।
- মোতাহার হোসেন- এর লেখা, “ইউরেকা ইতালিয়া ভাষা শিক্ষা বই”।
এসকল কার্যকর বইগুলো অনলাইনে অর্ডার করে কিংবা সরাসরি কোন লাইব্রেরী থেকে সংগ্রহ করতে পারবেন। নিয়মিত এসকল বই চর্চা করার মাধ্যমে আপনিও খুব সহজেই শিখে ফেলতে পারবেন ইতালিয়ান ভাষা।
ইতালি ভাষা শিক্ষা কোর্স
অনলাইন বা অফলাইনে বর্তমানে প্রায় প্রতিটি বিষয়ের উপরেই নানা রকম কোর্স/ট্রেনিং পাওয়া যায়। তেমনি, ইতালি ভাষা শেখার উপায় নিয়েও রয়েছে নানা কোর্স। অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা এ ধরনের কোর্সগুলো প্রস্তুত করা হয়। কোর্সের মধ্যেই থাকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলির উত্তর, স্পিকিং চর্চা, প্রশিক্ষকদের প্রশ্ন করার সুযোগ এবং আরো বিশেষ কিছু সুবিধা। তারা বাস্তবিকভাবে শিক্ষার্থীদের কাছে ইতালির ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরে।
এ ধরনের কোর্সে কাঠামোগত ব্যাকরণ, শব্দ ভান্ডার, উচ্চারণ, কথোপকথন ইত্যাদি বিষয়ে পারদর্শী হওয়া যায়। ইতালিতে যাবার পূর্বে ইতালিয়ান ভাষায় দক্ষ হতে আপনি এ ধরনের কোর্সগুলো ক্রয় করে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন।
অফলাইন কোর্সের ক্ষেত্রে সরাসরি ভাষা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলেও রয়েছে অনলাইন কোর্সের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইতালিয়ান ভাষা শিক্ষার প্লে-লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে বিনামূল্যে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। বর্তমানে অনলাইনে ইতালি ভাষা শেখার উপায় অনুসরণ করে নিম্নোক্ত কোর্সগুলোর একটি গ্রহণ করতে পারেন-
- ঘুড়ি লার্নিং ডট কম (ghoorilearning.com) এর ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ স্পোকেন কোর্স (Italian Language Spoken Course)
- শেল্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি, ঢাকা (Shield Language Academy, Dhaka) এর ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স।
- ল্যাঙ্গুয়েজ কোর্স ডট নেট (Language Course.net) এর ইতালি ভাষা শিক্ষা কোর্স।
- ভেনিস বাংলা স্কুলে (Venis Bangla School) ইটালিয়ান ভাষা কোর্স।
উপরোক্ত কোর্সগুলোর যেকোনো একটির মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন ইতালি ভাষায় পারদর্শী।
ইতালি ভাষা শিখার অ্যাপস
বর্তমানে, বিশ্বের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার জন্য নানা রকম মোবাইলে অ্যাপস প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে, যেকোনো সময় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ভাষা শেখা যায় সহজেই। এরকম বেশ কয়েকটি মানসম্মত মোবাইল অ্যাপস হলো:
- যাইয়ো টেক (Zaiyoo Tech) তৈরিকৃত – “ইতালিয়ান ভাষা শিখুন” অ্যাপস।
- কিউলেঙ্গো (Qlango) অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস।
- ডুওলিঙ্গো (Duolingo) ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস।
- বুসু (Busuu) লার্ন ল্যাঙ্গুয়েজ।
- বাবেল (Babbel) ল্যাংগুয়েজ লার্নিং অ্যাপস।
- মন্ডলি (Mondly) ইতালি ভাষা শিক্ষা অ্যাপস।
- লার্ন ইতালিয়ান ফর বিগিনার্স (Learn Italian for beginners) মোবাইলে অ্যাপস।
উপরোক্ত মোবাইল অ্যাপস গুলো ইতালি ভাষা শেখার উপায় সহ অন্যান্য ভাষা শিক্ষার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এছাড়াও FluentU এবং ItaliaRail-এর মতো ওয়েবসাইট গুলোও ভিডিও, কন্টেন্ট এবং ভাষা শেখার সংস্থান সহ ইতালিয়ান ভাষা শিক্ষার ব্যবস্থা রেখেছে। আপনিও খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে এই অ্যাপস গুলোর মাধ্যমে ইতালি ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারবেন।
দ্রুত ইতালি ভাষা শিখার কার্যকরী উপায়
ইতালি ভাষা শেখার উপায় গুলো দ্রুত কার্যকরী করতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেমন-
- ইতালিয়ান সাহিত্য, ইতিহাস, আলোচনা ইত্যাদি বিষয়বস্তুর বই পড়া কিংবা ভিডিও ফুটেজ দেখা।
- ইতালিয়ান বই ও সংবাদপত্র পড়া এবং টেলিভিশনে ইতালিয়ান সংবাদ শোনা।
- ইতালিয়ান সংস্কৃতি সম্পর্কে ধারণা গ্রহণ।
- প্রতিদিন নিত্যনতুন ইতালিয়ান শব্দ শিখে আপনার শব্দভাণ্ডার কে প্রসারিত করা। যে কোন ভাষাতেই শব্দ ভান্ডার যত বেশি প্রসারিত হবে সে ভাষায় তত বেশি দক্ষ হতে পারবেন।
- সম্ভব হলে কোন ইতালিয়ান নেটিভ স্পিকার (যিনি ইতালীয় ভাষায় কথা বলেন) এর সাথে কথোপকথন। এক্ষেত্রে কথোপকথনের জন্য মিটআপ/ Tandem/ HelloTalk-এর মতো অনলাইন প্ল্যাটফর্মকে মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন।
এভাবেই, ইতালি ভাষা শেখার উপায় অনুসরণ করে নতুন একটি ভাষায় আপনিও পারদর্শী হতে পারবেন।
শেষকথা
ইতালি ভাষা একটি আকর্ষণীয় ভাষা হলেও এর উচ্চারণ ও দৈনন্দিন জীবনে ব্যবহার কিছুটা কঠিন। ভাষা শিক্ষার জন্য আপনার অপার আগ্রহ থাকলে খুব তাড়াতাড়ি এ ভাষায় দক্ষ হতে পারবে। একটি অনলাইন কোর্সে সংযুক্ত হয়ে নিয়মিত নতুন শব্দ ভান্ডার জানা, ইতালিয়ান বই পড়া, নেটিভ স্পিকারদের সাথে কথা বলা ইত্যাদি ইতালি ভাষা শেখার উপায় গুলো অনুসরণ করে দ্রুত এই ভাষা শিখতে পারবেন।
অনবরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ইতালি ভাষা শিখতে কতদিন লাগে?
ভাষা শিক্ষা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির আগ্রহের উপর। তবে, নিয়মমাফিক ভাষা শিক্ষার কোর্সে সংযুক্ত হয়ে দৈনন্দিন জীবনে সেই ভাষার প্রয়োগের চেষ্টা করলে ২-৩ মাসেই ইতালিয়ান ভাষায় আশানুরূপ দক্ষতা অর্জন করা যায়।
ইতালি ভাষা শিক্ষা কোর্স ফি কত?
ইতালি ভাষা শিক্ষার বিভিন্ন কোর্স ৩ হাজার থেকে ১৫ হাজার বা তার বেশি হতে পারে। ইতালি ভাষা শিক্ষা কোর্সের জন্য বিভিন্ন লেখকের বই ৮০ টাকা থেকে ২০০ টাকা হতে পারে। তবে আপনার প্রচেষ্টা থাকলে, ইউটিউব প্লে-লিস্ট/ফেসবুক ভিডিও/ ইতালি ভাষা শিখার অ্যাপস এর মাধ্যমে বিনামূল্যে ভাষা শিখতে পারবেন।
ইতালি যেতে কি ইতালিয়ান ভাষা জানা থাকতে হয়?
ইতালি ভ্রমণের জন্য, স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য, ইতালিতে ওয়ার্ক ভিসায় যেতে ইতালিয়ান ভাষা জানা বাধ্যতামূলক নয়। তবে আইইএলটিএস (IELTS) এর পাশাপাশি ইতালিয়ান ভাষা (Lingua Italians) সাধারণ দক্ষতা থাকা প্রতিটি ক্ষেত্রেই একটি বাড়তি সুযোগ বয়ে আনবে।