তামিল ভাষা শেখার প্রতি অনেকেরই আগ্রহ থাকে। হোক তা প্রয়োজনের তাগিদে কিংবা কেবল বাড়তি আগ্রহের কারণেই। তবে শেখার ক্ষেত্রে যারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় তারা চাইলেই আমাদের আজকের এই আর্টিকেলটিতে ফোকাস করতে পারে। আজ আমরা শেয়ার করবো তামিল ভাষা শেখার সহজ উপায় এবং এ-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। জানাবো ক্লাস, কোর্স, অ্যাপ, পডকাস্ট, YouTube ক্লাস সবকিছুর সমন্বয়ে কিভাবে সহজেই শেখা যাবে এই তামিল ভাষা।
তামিল ভাষার সংক্ষিপ্ত পরিচিতি
ভারতে মূলত ২২ টি সরকারি ভাষা প্রচলিত রয়েছে। এই ২২ টি ভাষার মাঝে তামিল হলো অন্যতম সরকারি ভাষা। পাশাপাশি তামিল ভাষা হলো শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী একটি জনগোষ্ঠীর কথ্য এবং লেখ্য ভাষা। এটি মূলত দ্রাবিড় ভাষার একটি পরিবর্তিত রূপ। বর্তমানে এই দ্রাবিড় ভাষার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আকাশচুম্বী। যা বুঝতে হলে ভাষাটির উপর আয়োজিত আন্তজার্তিক সেক্টরে চলমান বিভিন্ন ডিগ্রী কিংবা কোর্সগুলিতে ফোকাস করতে হবে।
বলে রাখা ভালো আইনগতভাবে ভারতের একটি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত এই ভাষাটি ছিলো প্রথম কোনো একটি ইনফরমাল ভাষা। যাকে আইন করে ভারতের বিভিন্ন সরকারি কার্যক্রমে যুক্ত করা হয়েছে। বলা হয়ে থাকে তামিল ভাষার সঠিক বয়স প্রায় ২০০০ বছরের কাছাকাছি। হাজার বছরের পুরোনো এই ভাষাটিকে একটা সময় ভারত সরকার ইংরেজি ভাষার চাইতেও অনেক বেশি গুরুত্ব প্রদান করা শুরু করে। যার রাজত্বি চলে পরবর্তী কয়েকশ বছর ধরে!
তামিল ভাষাকে ভারতের একটি প্রধান সাহিত্যিক ভাষা হিসেবেও বিবেচনা করা হয়। এমনকি গবেষকরা ইতিমধ্যেই খ্রিস্টপূর্ব প্রথম থেকে দ্বিতীয় শতাব্দীতে লেখা বিভিন্ন নথিও সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মূলত এসব নথি লেখা হয়েছিলো তামিল ভাষায়। বৈশিষ্ট্যগত দিক দিয়ে একটা সময়ে এসে অন্যান্য দক্ষিণ দ্রাবিড় ভাষার বেশকিছু অংশ যুক্ত হয় তামিল ভাষায় এবং সবমিলিয়ে জন্ম নেয় আজকের এই আধুনিক তামিল ভাষা। আর আজ আমরা এই আধুনিক তামিল ভাষা শেখার সহজ উপায় সম্পর্কেই বিস্তারিত আলোকপাত করতে চলেছি।
উদ্দেশ্য ঠিক করে নিন
আপনি কেনো তামিল শিখবেন ঠিক তার উপর নির্ভর করবে আপনি কতটুকু আগ্রহ নিয়ে তামিল শিখতে পারবেন! যদি আপনার উদ্দেশ্যটুকু শক্ত এবং অতীব প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট কার্যকর একটি রুটিন তৈরি করে নিতে হবে। যা ফলো করে এবং তামিল ভাষা শেখার সহজ উপায়গুলির সমন্বয়ে পুরোনো এই ভাষাটিকে রপ্ত করে নিতে পারবেন সহজেই।
তামিল ভাষা শেখার সহজ উপায়গুলিকে আরো সহজ করে নিতে উদ্দেশ্য ঠিক করে নেওয়ার পাশাপাশি ভেবে দেখুন আপনি ঠিক কোন মাধ্যমটিকে পুঁজি করে তামিল ভাষা শিখতে চাচ্ছেন।
পরিবারের কারো সাথে তামিল ভাষা চর্চা করা সুযোগ আছে কিনা, অনলাইনে শেখার ক্ষেত্রে আপনি নিজেকে কতটুকু প্রোডাক্টিভ রাখতে সক্ষম হোন…সবকিছু ভেবে একটি সঠিক মাধ্যম নির্ধারণ করে নিন। তবে চাইলে আপনি সকল মাধ্যমকে একসাথে কাজে লাগিয়েও তামিল ভাষা রপ্ত করে নিতে পারেন।
কার্যকর রুটিন তৈরি করুন
নতুন একটি ভাষা শেখা যেমন চাট্টিখানি কথা নয়, ঠিক তেমনই নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে একটি কার্যকর রুটিনই যথেষ্ট। যে রুটিনটি ফলো করে এবং তামিল ভাষা শেখার সহজ উপায়গুলিকে কাজে লাগিয়ে শিখে নেওয়া যাবে গুরুত্বপূর্ণ এবং দামী এই ভাষাটি।
আপনি দিনের কতটুকু সময় ফ্রি থাকেন, কোন সময়টা আপনার ক্ষেত্রে শেখার জন্য পারফেক্ট, দিনের ১ অংশে শিখতে বসবেন নাকি ২/৩ অংশে শিখতে বসবেন, কতটুকু সময় দিবেন সবকিছুই একটি রুটিনে সেট করে নিন।
যারা ছোটবেলার সেই রুটিন রুটিন ফিলটা আর নিতে চাচ্ছেন না তারা বিভিন্ন টু ডু লিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারেন। কিংবা গুগল শিটে টুকে রাখতে পারেন রুটিনটুকু। আশা করি আপনার তৈরি করা নতুন এই কার্যকর রুটিনই আপনাকে দ্রুত তামিল রপ্ত করতে সাহায্য করবে।
লেখালেখিতে মনোযোগ দিন
তামিল ভাষা শেখার সহজ উপায় হিসাবে তামিল স্পোকেন স্কিল বাড়ানোর পাশাপাশি তামিল রাইটিং স্কিল নিয়েও কাজ করুন। শুরুতে সকল বর্ণমালাগুলিকে আয়ত্তে আনুন। ছোটবেলায় আমাদের গুরুজনেরা কিংবা শিক্ষকেরা যেভাবে ধরে ধরে বর্ণমালা লেখা শিখিয়েছে সেভাবেই তামিল বর্ণমালাগুলি শেখার এবং লেখার চেষ্টা করুন।
যারা এখনো একেবারেই নতুন এবং বুঝতে পারছেন না ঠিক কোত্থেকে কিংবা কিভাবে তামিল বর্ণমালাগুলি লেখা শিখবেন তারা বিভিন্ন ইউটিউব ভিডিও কন্টেন্টের সাহায্য নিতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন তামিল বর্ণমালা লার্নিং এপস কিংবা ব্লগপোস্টের সাহায্য নিতে পারেন। আশা করি তামিল বর্ণমালা লেখা শিখতে এর বেশি সোর্সের প্রয়োজন পড়বে না।
তামিল ভাষার ভিডিও কন্টেন্ট দেখুন
আপনি যখন কোনো ভিডিও কন্টেন্ট দেখে সেই ভাষাটি সম্পর্কে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে তারা ভিডিওটিতে কি কি বলছে ঠিক তখনই সেই ভাষাটি ক্যাচ করাটা খুবই সহজ হয়ে যাবে। আজকাল তামিল ভাষায় বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, ফ্যাক্ট টাইপের ভিডিও কিংবা মুভি সিরিজ পাওয়া যায়।
ইউটিউব এবং ফেইসবুকসহ বিভিন্ন ভিডিও আপলোডিং প্ল্যাটফর্মে আপনি এই তামিল ভাষার ভিডিওগুলি দেখা শুরু করতে পারেন। এতে করে তামিল ভাষার কিছু কমন শব্দ সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। এসব শব্দের সাহায্যে আবার নতুন নতুন বাক্যও গঠন করা যাবে। আশা করি এই তামিল ভাষা শেখার সহজ উপায়টি আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে।
তামিল ভাষায় রেডিও শুনুন
তামিল ভাষা শেখার সহজ উপায় হিসাবে তামিল রেডিওগুলি কিন্তু বেশ কার্যকর ভুমিকা পালন করতে পারে। আজকাল রেডিও তো খুব একটা আমাদের শোনা হয় না। তবে কাজের ফাঁকে ভাষা শিখতে কিংবা যেকোনো বিষয় সম্পর্কে জানতে রেডিও শোগুলি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ধরুন আপনি হাঁটছেন! এমন সময় হাতে কলমে ভাষা শেখাটা তো সম্ভব নয়!
এক্ষেত্রে তামিল ভাষা শেখার সহজ উপায় হিসাবে কানে হেডফোন গুঁজে তামিল ভাষায় রেডিও শুনতে পারেন। পাশাপাশি আপনার অডিও মিউজিক অ্যাপে তামিল বর্ণমালাগুলি ডাউনলোড করে নিতে পারেন। নতুন হিসেবে এই অডিও কন্টেন্ট আপনাকে দ্রুত তামিল বর্ণমালাগুলি ক্যাচ করতে শতভাগ সাহায্য করবে৷
শেখার ক্ষেত্রে একঘেয়েমি দূর করুন
তামিল ভাষা শেখার ক্ষেত্রে আমরা তামিল ভাষা শেখার সহজ উপায়গুলিকে কাজে লাগালেও আমরা অনেক সময় মারাত্মক বিরক্তবোধ করি। কতটুকু শেখা হলো, আরো কতদিন শিখতে হবে, আসলেই কি নতুন একটি ভাষা সম্পূর্ণ শুদ্ধভাবে শেখা সম্ভব কিনা…সবকিছু নিয়ে যেনো আমাদের কনফিউশান কাটেই না। এক্ষেত্রে শেখাকালীন সময়ে একঘেয়েমি দূর করার চেষ্টা করতে হবে। এই চেষ্টায় আপনি সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করতে পারেন, কতদূর আগালেন তা চেক করে নিতে পারেন।
সবচেয়ে বেশি ভালো হয় শখের সাথে তামিল ভাষা শেখার ব্যাপারটিকে যোগ করতে পারলে। আপনার যদি মুভি দেখতে ভালো লাগে সেক্ষেত্রে তামিল ভাষায় তৈরিকৃত মুভিগুলি দেখুন। গান শুনতে ইচ্ছে করলে তামিল ভাষার গান শোনার চেষ্টা করুন। আপনার যদি লেখালেখি ভালো লাগে সেক্ষেত্রে তামিল ভাষায় লিখুন।
ভুল হোক কিংবা শুদ্ধ! চেষ্টা তো করুন। সম্ভব হলে অন্ততপক্ষে দিনলিপিটুকু তামিল ভাষায় লিখতে পারেন। অবসর সময়ে মুখে মুখে ছন্দ মিলিয়ে তামিল ভাষা রপ্ত করতে পারেন। এতে করে একঘেয়েমিও কাটবে, আবার যা শিখবেন তা অনেকদিন ধরে মনে থাকবে।
ইতি কথা
তামিল ভাষা শেখার সহজ উপায় সম্পর্কে তো জানলেন! এবারে এসব ট্রিকস ফলো করবার পালা। এক্ষেত্রে প্রচুর মনোবল দরকার। সাথে নির্দিষ্ট লক্ষ্যটুকুও নির্ধারণ করা দরকার। তামিল ভাষাটিকে আপনার কতটুকু রপ্ত করা উচিত, আপনি কি নেটিভদের মতো এই ভাষায় কথা বলতে চান নাকি কেবল মিডিয়াম লেভেলের দক্ষতা অর্জন করেই তাতে সীমাবদ্ধ থাকতে চান…এসমস্ত ব্যাপারে আগে থেকেই নিশ্চিত হয়ে নিন এবং সে অনুযায়ী শেখার বিষয়টিকে চালিয়ে নিন।